‘পণপ্রথা নিবারণ’ ও ২০ লক্ষ কোটি টাকার হিসেব

১৯৫০ সাল থেকে ১৯৯৯ সাল অবধি আমাদের দেশে পণপ্রথার কারণে, স্রেফ পণেরই জন্য কন্যাপক্ষকে গুণাগার দিতে হয়েছে প্রায় সিকি ট্রিলিয়ন ডলার অর্থাৎ কি না ভারতীয় মুদ্রায়, প্রায় ২০ লক্ষ কোটি টাকা। অন্যদিকে ন্যাশনাল ক্রাইম রিসার্চ ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে ২০২২ সাল অবধি মোট ৩৫,৪৯৩টি বধূহত্যার অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়ের করা হয়েছে। অর্থাৎ, গড়ে দিনপ্রতি ২০টি বধূহত্যার ঘটনা। মনে রাখতে হবে গ্রামীণ এলাকাতে কন্যাপক্ষের তরফে অভিযোগ দায়ের করতে পারাটাও কিন্তু সময়সাপেক্ষ ও সাহস-সাপেক্ষ ব্যাপার।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 08 July, 2023 | 237 | Tags : Anti-Dowry Act  Bride Burning  Manikuntala Sen  Female Foeticide